Sunday, October 30, 2022

নদী

 



তলিয়ে যাবার মতোন একটা নদীর পাড় ঘেষে একটু করে নামছিলাম

খুব ভয় নিয়ে,

একটু পা ফসকে গেলেই তলিয়ে যাবে তুমি

আর তখনই আমার মৃত্যু হবে।

নেমে একটু দূরে চলে যেতেই নদীর ঘ্রাণে আমার বুঝতে বাকী রইলো না এটা যে সে নদী নয় ।

কোন নদীতে ঢেউ বেশ থাকে

কোন নদী থাকে দেখে শান্তি পাওয়া যায়,

একটু সাঁতার কাটা যায়

তলিয়ে যাওয়া যায় সব নদীতেই

তবে আমাদের নদীতে প্রচন্ড এক মাদকতা;

টেনে আরো গভীরে নিয়ে নিতে চায়,

আমি একটু করে এগিয়ে যেতে থাকি

নদীর এই মাদকতার সঙ্গে আমি খুব পরিচিত,

আমি দেখতে পাই আমার গভীরতায় যে ঘোর আচ্ছন্ন হয়ে থাকে,

যে মাদকতায় তুমি তলিয়ে যেতে পারো বলে আমি খুব সতর্ক,

এই নদীটাও ঠিক সেই আচ্ছন্নতা নিয়ে টেনে নিয়ে যাচ্ছে আমাদের ।

তোমার সুন্দর ভেসে চলার দৃশ্য দেখা আমার থামাতে ইচ্ছে করে না,

আমার একটু পা ফসকে যাওয়াতে তোমার ভেসে বেড়ানো বন্ধ হয়ে যাবে,

ভেসে ভেসে তোমার আর আকাশ দেখা হবে না,

তুমি তলিয়ে যাবে নদীর গভীরে অন্য এক আকাশে

যেখানে শুধুই আছে ঘোর লাগানো আচ্ছন্নতা আর দূর্গম পাহাড় এর রাস্তা,

যেখানে পা ফসকে গেলেই আমি তলিয়ে মিশে যাবো নদীর সঙ্গে,

আমার ত্বক, ঘ্রাণ, চুল খসে পড়ে নদীর পানিতে দ্রবীভূত হয়ে যাবে,

নদীর মাদকতার সঙ্গে আমার মাদকতা মিশে সৃষ্টি হবে নতুন এক নেশা;

বেড়িয়ে আসবে ভেতরের সব আঁধার

যে মাদকতা তোমাকে শুষে নিতে থাকবে কৃষ্ণগহ্বরের মতো,



যেখানে আমার সতর্ক স্বত্তা তোমায় পৌঁছুতে দেয়নি আজও ।

মাতাল রাষ্ট্র

রাষ্ট্রকে একবার গীতা পাঠ করানো হলো ।

রাষ্ট্র হয়ে গেল সনাতন ধর্মাবলম্বী ।

ধর্ম যখন গ্রহণ করেছে তখন ধর্মান্তরিত হওয়ার সম্ভাবনাও রয়েছে । 

রাষ্ট্র হয়ে যায় একবার খ্রিস্টান ইহুদি কি মুসলিম ! 

তার লিখিত কিংবা অলিখিত সংবিধান মোতাবেক চলে সে ক্লান্ত হয়ে ক্যাসিনো তে যায় ক্লান্তি ফেলে দিয়ে আসতে ।


মাতাল রাষ্ট্র চিৎকার করে প্রশ্ন করে ফেলে ভুলে ।

আমর সংবিধান তো গীতা ছিলো না আমার সনাতন সময়ে ?

বাইবেল মেনে যখন আমার চলার কথা ছিলো !

কোন সে কূপমন্ডুকের লিপিবদ্ধ বই মেনে আমাকে চালানো হয়েছে ! 

আমি মুসলিম হয়ে কোরআন কে আমার সংবিধান হিসেবে পাইনি ! 

পবিত্র ধর্ম মেনে আমি চলতে চেয়েছি ‌‌।

অথচ আমাকে মানতে হয়েছে নির্বোধ রাক্ষসদের নীতি ।

তাহলে কেন এই ধর্মের পোশাক ?

কেন আমি মুসলিম রাষ্ট্র আর কোরআন আমার সংবিধান নয় ? 


ক্যাসিনো তে গিয়ে সংবিধান অবমাননার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় রাষ্ট্র ।

নাগরিকেরা প্রকাশ্য শাস্তি দেখতে উপচে পড়ে ফাঁসি কাষ্ঠের সামনে ।

অন্য দল যায় ক্যাসিনো ভাঙচুর করতে ।

রাষ্ট্র কিছু বুঝতে না পেরে সিদ্ধান্ত নেয় নিজেকে হত্যা করবে ।

স্বেচ্ছায় ফাঁসির মঞ্চে উপস্থিত হয়ে আত্মহত্যা করে রাষ্ট্র ।

নাগরিকেরা সংবিধান অবমাননাকারীর শাস্তি কার্যকর হতে দেখে উল্লাসে ফেটে পড়ে,

আনন্দে ক্যাসিনো লুটপাট করে মাতাল হয়ে জুয়ারি রাষ্ট্র বলে গালাগাল করতে করতে ঘরে ফিরে যায় ।



কীট



দিনে দিনে আমরা কচ্ছপ হয়ে যাই

নিজের ভেতর কুঁকড়ে কুঁকড়ে ঢুকে যাই ।

আমাদের ভয় করে ।

নিজের ভেতর নিজেকে জরিয়ে পেঁচিয়ে 

গিট মেরে বসে থাকি

গিট এর ভেতর ডুকরে 

কেঁদে কীট এর জন্ম দেই ।

ভয় করে আমাদের ।

কীটেদের সঙ্গ ছাড়তে আমাদের ভয় করে

তাদের সঙ্গে আমরা সংসার পেতে বসি ।

যত্ন করে তাদের আগলে ধরে রাখতে রাখতে

আমাদের দম আটকে আসে ।

তারপর নিজের ভেতরেও 

আমাদের আর সংসার ভালো লাগে না ,

আমরা গিট ছাড়িয়ে নিঃশ্বাস নিতে চাই ।

কীটেরা আমাদের জরিয়ে ,

কামড়ে ...

ধরে রাখে ।

বিষাক্ত কামড়ে আমরা 

পচে ,

গলে যাই ।

নিজের ভেতর ।

আমরা পচে ,গলে যাই ।

তবু মারা যাই না ।

আমাদের ভয় করে ।

ভয় করে আমাদের 

ভীষণ ভয় করে ।


ভিনেগার



একটু করে ভিনেগার ঢালা হয়েছে মগজের ভেতর ।

একটু করে পরিমান বাড়ানো হয়েছে ।

তারপর আরো বাড়ানো হচ্ছে ।

মগজটা ভিনেগারে ভিজে জবজব করছে এখন,

মগজ থেকে ঝরঝর করে ভিনেগার পরে মাটিও ভিজে যাচ্ছে ।

তবু তিনবেলা করে ওরা ভিনেগার ঢেলেই চলেছে ।

এইতো এখনই আবার ঢেলে দিলো একটু !

ঝাঁ ঝাঁ করে উঠলো মগজটা !!

উফ কি অসহ্য যন্ত্রনা মগজের ভেতর !!

বিষিয়ে বিষিয়ে মগজের রং বদলে ফেলা হয়েছে ।

কেমন যেন একটা হলুদাভ সবুজাভ রং, ঠিক ধরা যাচ্ছে না ।

দুমড়ে মুচড়ে চুপসে ফেলা আধপঁচা মগজ দম আটকে মারা যাচ্ছে ।।


শহুরে রাস্তা


আমার প্রেম শহুরে জানালার গ্রিলের

ফোটা ফোটা কুয়াশার সাথে

ফুলার রোডের গাছের ওপর ঝুৃম বৃষ্টি,

পিচের ওপর মরীচিকা দেখানো রোদ।

কাক - চড়ুই এর সাথে আমার কথা হয়,

তারা আমায় এ শহরের গল্প শোনায়।

সেদিন বললো,

 

দক্ষিণ সিটি কর্পোরেশন ডাস্টবিন এর ময়লা কুরানো ছেলে টার নাকি মা মারা গেছে।

ভলোবাসা আমার তাদের গল্পের সাথে।

শহীদ মিনার এর লাল লাল ইট এর ওপর যখন শীত এর ঝড়া পাতা বিছিয়ে থাকে, 

 

তাদের সাথে আমার প্রেম হয়।

শহুরে যানজট, গাড়ির শব্দ আমার হৃদস্পন্দন টিকিয়ে রাখে।

ডানা মেলা চিল দেখে আমি উড়তে শিখি

 ঝিঝির ডাক আমার খেলার সাথি,

আর শহুরে রাস্তা আমার প্রেম।


Sunday, May 22, 2022

Emptiness

When nothing can touch my soul,

Nothing can make me feel the pain.

When nothing infatuates me,

I start to become empty

Once I made myself psychologically dependent just on myself,

I started losing some of my emotions for others,

I still love them but the strange thing is they cannot hurt me anymore.

I don't feel any sorrow, any pain from their actions.

When you love your family and friends

And somehow they did something you didn't expect or something that should have hurt you,

But you aren't feeling anything regarding those actions, it's strange.

Once you become psychologically dependent just on yourself, others cannot hurt you, you just feel empty then, when you were about to cry, you aren't crying. You are feeling just empty.

All you have right now is emptiness.

And this emptiness is deadly.



Saturday, May 21, 2022

Imperfectly Beautiful Butterfly



Imperfectly Beautiful Butterfly


It has color, two wings.
One is quite smaller than another.
They were blank,
It thought that's a nice canvas
and painted it.
It painted galaxies on it
and some patterns of thought.
It became she after that.
She owns true imperfect colors
and knows
Someday she may loose it all
And still be Imperfectly Beautiful.