দিনে দিনে আমরা কচ্ছপ হয়ে যাই
নিজের ভেতর কুঁকড়ে কুঁকড়ে ঢুকে যাই ।
আমাদের ভয় করে ।
নিজের ভেতর নিজেকে জরিয়ে পেঁচিয়ে
গিট মেরে বসে থাকি
গিট এর ভেতর ডুকরে
কেঁদে কীট এর জন্ম দেই ।
ভয় করে আমাদের ।
কীটেদের সঙ্গ ছাড়তে আমাদের ভয় করে
তাদের সঙ্গে আমরা সংসার পেতে বসি ।
যত্ন করে তাদের আগলে ধরে রাখতে রাখতে
আমাদের দম আটকে আসে ।
তারপর নিজের ভেতরেও
আমাদের আর সংসার ভালো লাগে না ,
আমরা গিট ছাড়িয়ে নিঃশ্বাস নিতে চাই ।
কীটেরা আমাদের জরিয়ে ,
কামড়ে ...
ধরে রাখে ।
বিষাক্ত কামড়ে আমরা
পচে ,
গলে যাই ।
নিজের ভেতর ।
আমরা পচে ,গলে যাই ।
তবু মারা যাই না ।
আমাদের ভয় করে ।
ভয় করে আমাদের
ভীষণ ভয় করে ।
No comments:
Post a Comment