একটু করে ভিনেগার ঢালা হয়েছে মগজের ভেতর ।
একটু করে পরিমান বাড়ানো হয়েছে ।
তারপর আরো বাড়ানো হচ্ছে ।
মগজটা ভিনেগারে ভিজে জবজব করছে এখন,
মগজ থেকে ঝরঝর করে ভিনেগার পরে মাটিও ভিজে যাচ্ছে ।
তবু তিনবেলা করে ওরা ভিনেগার ঢেলেই চলেছে ।
এইতো এখনই আবার ঢেলে দিলো একটু !
ঝাঁ ঝাঁ করে উঠলো মগজটা !!
উফ কি অসহ্য যন্ত্রনা মগজের ভেতর !!
বিষিয়ে বিষিয়ে মগজের রং বদলে ফেলা হয়েছে ।
কেমন যেন একটা হলুদাভ সবুজাভ রং, ঠিক ধরা যাচ্ছে না ।
দুমড়ে মুচড়ে চুপসে ফেলা আধপঁচা মগজ দম আটকে মারা যাচ্ছে ।।
No comments:
Post a Comment