Sunday, October 30, 2022

শহুরে রাস্তা


আমার প্রেম শহুরে জানালার গ্রিলের

ফোটা ফোটা কুয়াশার সাথে

ফুলার রোডের গাছের ওপর ঝুৃম বৃষ্টি,

পিচের ওপর মরীচিকা দেখানো রোদ।

কাক - চড়ুই এর সাথে আমার কথা হয়,

তারা আমায় এ শহরের গল্প শোনায়।

সেদিন বললো,

 

দক্ষিণ সিটি কর্পোরেশন ডাস্টবিন এর ময়লা কুরানো ছেলে টার নাকি মা মারা গেছে।

ভলোবাসা আমার তাদের গল্পের সাথে।

শহীদ মিনার এর লাল লাল ইট এর ওপর যখন শীত এর ঝড়া পাতা বিছিয়ে থাকে, 

 

তাদের সাথে আমার প্রেম হয়।

শহুরে যানজট, গাড়ির শব্দ আমার হৃদস্পন্দন টিকিয়ে রাখে।

ডানা মেলা চিল দেখে আমি উড়তে শিখি

 ঝিঝির ডাক আমার খেলার সাথি,

আর শহুরে রাস্তা আমার প্রেম।


No comments:

Post a Comment