একশো ত্রিশ ফিট,
সামান্য উচ্চতা ।
সামান্য এই উচ্চতায় উঠে আপনার যখন মনে হবে,
আমি চাইলে এখন আমার শেকড় উপড়ে ফেলতে পারি,
আপনি তখন উপড়ে ফেলতেই পারেন,
আপনার উচ্চতায় হয়ত কেউ নেই এমন
যে আপনাকে মৃত্যুর পথ থেকে ফেরাবে,
বরং আপনাকে মৃত্যুর দিকে ঠেলে ফেলার শক্তি
তখন অনেকের আছে ।
আপনার অহম, ক্রোধ এবং লালসা
যখন এদের সর্ব উচ্চতায় পৌঁছে গেছে
তখন আপনি মাত্র একশো ত্রিশ ফিট উপরে ।
সামান্য উচ্চতা ।
অথচ আপনার মনে হবে
এত উঁচুতে বসে চাইলেই আমি
এখন একটা মানুষের হৃদপিণ্ড ছিঁড়ে খেয়ে ফেলতে পারি,
কারন আপনার তখন ভীষণ ক্ষুধা ।
যা খেলে আপনার ভালো লাগবে
তাই আপনি খেয়ে ফেলতে পারেন
কারণ আপনার ভালোলাগাটাই এখানে মুখ্য,
এবং অবশ্যই কোন ব্যাখ্যা দেবার প্রয়োজন নেই ।
আপনার অহম এর উচ্চতাও এখন একশো ত্রিশ ফিট ।
সামান্য উচ্চতা ।
এত সামান্য উচ্চতায় উঠেই আপনি মানুষের হৃদপিণ্ড ছিঁড়ে খেয়ে ফেলতে পারেন,
আপনার ভেতর এখন ক্ষমতা এবং লালসা দুটোই ভর করেছে
আপনি চাইলেই এখন সব ভেঙ্গে গুরিয়ে দিতে পারেন ।
ধ্বংসের পৈশাচিক আনন্দে আপনি মেতে উঠতেই পারেন ।
আরও বেশি উচ্চতার স্বাদ আপনি হয়ত পেতেও পারতেন,
যদি না এই সামান্য উচ্চতায় উঠেই নিজের অস্তিত্বকে ভুলে যেতেন ।
আপনার ক্ষুধা মিটিয়ে নেবার পর,
মুহূর্তকে আলিঙ্গন করে নেবার পর
ধ্বংসস্তূপের উপর যখন আপনি বসে আছেন,
শান্তি পাচ্ছেন ?
এইটা অস্থির 🙏
ReplyDelete