Sunday, October 30, 2022

মাতাল রাষ্ট্র

রাষ্ট্রকে একবার গীতা পাঠ করানো হলো ।

রাষ্ট্র হয়ে গেল সনাতন ধর্মাবলম্বী ।

ধর্ম যখন গ্রহণ করেছে তখন ধর্মান্তরিত হওয়ার সম্ভাবনাও রয়েছে । 

রাষ্ট্র হয়ে যায় একবার খ্রিস্টান ইহুদি কি মুসলিম ! 

তার লিখিত কিংবা অলিখিত সংবিধান মোতাবেক চলে সে ক্লান্ত হয়ে ক্যাসিনো তে যায় ক্লান্তি ফেলে দিয়ে আসতে ।


মাতাল রাষ্ট্র চিৎকার করে প্রশ্ন করে ফেলে ভুলে ।

আমর সংবিধান তো গীতা ছিলো না আমার সনাতন সময়ে ?

বাইবেল মেনে যখন আমার চলার কথা ছিলো !

কোন সে কূপমন্ডুকের লিপিবদ্ধ বই মেনে আমাকে চালানো হয়েছে ! 

আমি মুসলিম হয়ে কোরআন কে আমার সংবিধান হিসেবে পাইনি ! 

পবিত্র ধর্ম মেনে আমি চলতে চেয়েছি ‌‌।

অথচ আমাকে মানতে হয়েছে নির্বোধ রাক্ষসদের নীতি ।

তাহলে কেন এই ধর্মের পোশাক ?

কেন আমি মুসলিম রাষ্ট্র আর কোরআন আমার সংবিধান নয় ? 


ক্যাসিনো তে গিয়ে সংবিধান অবমাননার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় রাষ্ট্র ।

নাগরিকেরা প্রকাশ্য শাস্তি দেখতে উপচে পড়ে ফাঁসি কাষ্ঠের সামনে ।

অন্য দল যায় ক্যাসিনো ভাঙচুর করতে ।

রাষ্ট্র কিছু বুঝতে না পেরে সিদ্ধান্ত নেয় নিজেকে হত্যা করবে ।

স্বেচ্ছায় ফাঁসির মঞ্চে উপস্থিত হয়ে আত্মহত্যা করে রাষ্ট্র ।

নাগরিকেরা সংবিধান অবমাননাকারীর শাস্তি কার্যকর হতে দেখে উল্লাসে ফেটে পড়ে,

আনন্দে ক্যাসিনো লুটপাট করে মাতাল হয়ে জুয়ারি রাষ্ট্র বলে গালাগাল করতে করতে ঘরে ফিরে যায় ।



No comments:

Post a Comment