দক্ষিণে দীর্ঘ সময় ধরে উড়ে বেড়াতে বেড়াতে
খেয়াল করলাম সমুদ্রের ঢেউ থেকে সুর ভেসে আসছে ।
আমার পালকের সঙ্গে বাঁধা পড়ে প্রতিধ্বনি যাচ্ছে আবার ঘোড়া দুটির কানে;
যাদের নাচের সুর আমি শুনতে পাচ্ছি ।
ওরা নাচে সারা সমুদ্র জুড়ে শান্ত ভাবে ।
এই চুপচাপ ভঙ্গিমা ওদের এই পৃথিবীর সবচেয়ে
নিরীহ প্রাণী হিসেবে যখন আমাদের সামনে
উপস্থাপন করতে ব্যাস্ত
তখন ওরা ভেতরে ভেতরে সাঙ্ঘাতিক হয়ে উঠতে শুরু করে ।
আমি ডানা ঝাপটাতে ঝাপটাতে ভীত হই
ওদের নাচের করুন মধুর সুরে ।
পৃথিবীর সর্বোচ্চ বিশাল আকৃতির উড়ন্ত পাখির
আখ্যায় আখ্যায়িত এই শরীর ভারি হয়ে উঠতে শুরু করে ।
ক্ষুধার তীব্রতায় আমার দৃষ্টি ভ্রমে পরিণত হয় ।
একটা মাছ আমি দেখতে পাই এই প্রবল দৃষ্টি শক্তির বলে ।
ছুটে গিয়ে আমার শিকার তুলে নেব আমার ঠোঁটে
যা আমার এত বছরের শান দেওয়া নিখুঁত অস্ত্র,
শিকার তুলে নিতে যার এতটুকু দ্বিধা হয়নি কখনো ।
ঘোড়াদের নাচের সুর আরও নৃশংস হয়ে ওঠে
ভীত হয়ে আমি দ্রুত মাছটা নিয়ে পালাতে যাই ।
আমার ঠোঁট টা সমুদ্রের ভেতর প্রবেশ করতেই
গলায় আটকে যায় মানুষের ফেলে রাখা ধারালো ছিপ
One of my favourite 🧞♂️
ReplyDelete