Sunday, October 30, 2022

যাত্রা


এখানটা গুমোট । গাঢ় ।

আমি দৌড়ই । কিছু নেই ।

কিছু নেই । এখান টা গাঢ় । 


আমি দৌড়ে বেরিয়ে যেতে চাই । গাঢ় থেকে বেরিয়ে

ওখানটায় যেন কি,

আমি দৌড়ে ধরতে যাই ।

এই গুমোট চাপ দিয়ে ধরে । 

নিশ্বাস আটকে ধরে আমার ।

দু'পা পিছিয়ে নিয়ে সজোড়ে দিই এক ছুট !


এখানটায় বেগুণী রঙ ।

হাফসে দাড়িয়ে যাই ।

মাথার চারপাশে তারা,

ঘুড়-ঘুড়, 

ঘুড়, ঘুড় ।


আমি তাকাই, ঘুরে ঘুরে দেখি,

তারারা হাসে । 

এখানটায় নীল রঙ, আমিও হাসি ।

 এখানটা আকাশী ! 


আমার ডান কাঁধের উপর একটা কাক এসে বসে । আমি তাকাই । সে চুপ করে থাকে ।

আমি হাটি । 


এখানটা সবুজ । 

সেই গাঢ় গুমোট মনে পড়ে যায় ।

আমি কাঁদি । একটা ময়ূর এসে বসে আমার বাম কাধে ।

আমি তাকাই । আমার বিস্ময় দেখে সে হাসে ।


এগিয়ে যেতে চোখে পড়ে এখানটা হলুদ । আমার চোখ ক্লান্ত হয় । আমি ভাঙ্গি । 

আর হলুদ টেনে ধরে রাখে । 

মাথার চারপাশের তারাগুলো নিজস্ব গতি দ্বিগুণ বাড়িয়ে সেই একই ঘুড় ঘুড় ।

একই ঘুর, ঘুর । 


ঘোর কেটে দেখি এখানটা কমলা ।

ময়ূর উড়ে যায় । আর বৃষ্টি শুরু হয় । 

আমি ভিজি । ভীষন অসহায় লাগে আমার ।

আমি কাকের চোখে তাকাই । আমার প্রশ্নে সে চুপ করে থাকে ।


আমি আবার হাটি । এখানটায় লাল, 

চাপ দিয়ে ধরে । 


No comments:

Post a Comment